Khoborerchokh logo

পীরগঞ্জে তিনজন তরুণ যুবকের নিজস্ব অর্থায়নেগরীব অসহায়দের মাঝে ত্রান বিতরন অব্যাহত। 145 0

Khoborerchokh logo

পীরগঞ্জে তিনজন তরুণ যুবকের নিজস্ব অর্থায়নেগরীব অসহায়দের মাঝে ত্রান বিতরন অব্যাহত ।


মোস্তফা মিয়া পীরগঞ্জ থেকে
  পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নের প্রায়াত চেয়ারম্যান মজিবুর রহমান এর ছোট ছেলে এবং বর্তমান চেয়াারম্যান সবুজ মিয়ার ছোট ভাই তরুণ সমাজ সেবক আনোয়ার পারভেজ মধু মিয়ার সমন্বনয়ে তিনজন যুবকের নিজস্ব তহবিলের মাধ্যমে গরীব অসহায়ায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। এ ধারাবাহিকতায় গত রবিবারও বেলা আনুমানিক ২ ঘটিকায় উপজেলার কলোনী বাজাওে প্রায় ২শত অসহায় পরিবারের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রান- সামগ্রী বিতরন করা হয়।
উল্লেখ্য, করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রায় ২ সপ্তাহ ধরে আনোয়ার পারভেজ মধুর সঙ্গে উক্ত ইউনিয়নের আক্তারুজ্জামান রিপন ও শাহেদ আলী নিজ অর্থায়ানে ইউনিয়নের গরীব অসহায় দুস্থদের মাঝে সপ্তাহে দুইদিন ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে। ওই দুই দিন , প্রতিদিন ২শত জন লোক কে চাল, আটা, পেঁয়াজ, মরিচ, মিষ্টি কুমড়া, সাবান, মাক্স, হ্যান্ড গোলক্ছ সহ করানা সংক্রান্ত বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে। ইতিমধ্য ৭ হাজার মাক্স ও ১হাজার সাবান বিতরণ করা হয়েছে। সেইসঙ্গে করোনা পরিস্থিতিতে গুরুত্বপুর্ন সেবাদানকারী প্রতিষ্ঠান, সাংবাদিক, ডাক্তার সহ সমাজের জন-গুরুত্বপুর্ন ব্যাক্তিদের পিপিআই  প্রদানের  উদ্দেগ নেয়া হয়েছে বলে জানান তরুণ সমাজ সেবক আনোয়ার পারভেজ মধু। 
ইহা ছাড়াও গরীব অসহায় ও দুস্থ্য মানুষের জন্য সপ্তাহে দুই দিন ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। কেহ গুরুতর অসুস্থ্য হলে ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক এ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হচ্ছে। করোনা  পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিন যুবক।
এ ব্যাপারে অত্র ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজ বলেন, এই ৩ জন তরুণ যুবক নিজস্ব প্রচেষ্ঠায় মানবতার সেবায় এগিয়ে এসেছে এটি একটি অনুকরনীয় ঘটনা। আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করবো আসুন আমরা যার যা সম্বল আছে তা দিয়েই অসহায় মানুষের পাশে দাড়াই।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com